=
পুড়ে গেলে- ছাই ৷
বেঁচে যাই... ৷
কষ্ট বড়ো কথা- নয় ৷
দগ্ধতা'ই তার- গুরু-সূত্র ৷
আর- যদি হৃদয়'- এর ঘর পুড়ে যায় ?
বসন্ত কী- পারে, তার- ধোয়া কমাতে ?
মিলন যখন তার- ধরায় নেয়, বাহির্য্য !
তখন সব- শকুন্তলা দেবী' প্রেম হারায় ৷৷
=
ম. প্র. (০৩-০৪-২০২১)
=