=
আলোর ভালো ক্ষণস্থায়ী।
তবু আলোর মাঝেই
আমরা ভালো খুঁজি।
নিরূপায়, নিঃসহায় হলে যা হয়।
অ-পূর্ণতার যেমন থাকে,
নকলের আশ্রয়।
আসলের মুখ চিনে নেয়, যে জন।
সে আলোর ভালোয়
মুখ ফেরায় তখন।
যখন দেখে নকলের আবরণে
আসলের মরণ।
এখানে প্রদীপের আলোয়
আলোকিত হবার কথা নয়।
প্রলেপের ভিড়ে হারিয়ে যাওয়া
প্রচ্ছদের বর্ণন এমনি হয়।।
=
ম. প্র. (০১/০১/২০২৪)
=