=
উড়াকাশে'র ভর ধরে- দেখভাল-হীন কলমা পড়া বিয়ে'র পিঁড়ি-তে বসে, দাম্পত্যে'র চিরঞ্জীব আল্পনায়- মন ঘষলে'ই হৃদ-ব্যাপ্ত মোহ-রপ্ত সংসার দাঁড়ায়-না । ফেলে যাওয়া রোমন্থনে'র সিঁড়ি বেয়ে, উঠে যেতে পারো- সুখ-রসে'র তাবৎ জ্যোতি-ঘের । বিরহে'র ঘড়ি পার হবে, কী- জীবন-সাধে'র অন্তিম-খের ? কতো রজনী পেকেছে মন-মন্দিরে'র দাম্পত্য-ভর ! সরে গিয়ে, কাছে টানা'র বিভোরতায় গুলে, সমীকরণ হয়- যুগে'র সীমান্ত-পর । জল-রশ্মী মেলে দেয়- বিবরণ বিরসে'র মহা-কানন । সাড়ে সাত মাসে'র আয়ু কেটে নিতে হয়- সামিলে'র বিহ্বল ! সুদ মিলে গেলে, জীবন আর- শূন্যতা এক গণিত । সংখ্যা গণনায় থাকে-না, মরিচিকা-ডর । শুধু- নিঃস্বতা'র বাড়ী- এলাকা বানিয়ে, এগিয়ে চলে- মহা-শূন্যে'র রথে । কাপালিক ঢেউ তার- মোর্চা ধরে, বিবর্ণতা'র মুখোশ দৃঢ় করে- চলে । এখন- দু-জন দু-পথে । দাম্পত্য সমাধি'র সব-রতি ভেদ করে, উড়ে যায়- বিরহ-পাখি কালে'র অ-নির্দিষ্ট কোলাহল-মুখরে ।।
=
ম. প্র. (১৯-১১-২০২১)
=