=
পুড়ে যাওয়া- মানে, ক্ষত ৷
যা- এক মুহূর্তে'র আর্ন ৷
শুকিয়ে গেলে পরে, দাগ-
বসত গড়ে, সারা-জীবন ৷
এক লমহা- এক জীবন'- এর
কতো- অংশে'র সমান ?
হিসেব-টা বেমানান হলেও
চিরন্তন' তবু- তার বন্ধু'র লাহান ৷
কাল দিয়ে, কাল'- এর মিমিক্রি...
কার সাধ্যে, কে করবে- খণ্ডন ??
=
ম. প্র. (১২-০৩-২০২১)
=