=
আতঙ্ক-টা তুলে দাও ৷
দেখবে, আর- ভয় নেই, লক্-ডাউন নেই, নেই মৃত্যু ৷

জন্ম আর- মৃত্যু'র মাঝে, ব্যবধান-
সাহস আর- ভয়'- এর বিধান ৷

ট্রোল করে, নাল করা'র প্রবণতা- ছেড়ে দাও ৷

সব ঢেউয়ে, আঘাত থাকে, বল পরিমাণ ৷
সব বল'ই মৃত্যু'র পরিণাম- প্রবর্তন করে-না ৷

আমরা'ই শুধু- বল-কে খাল ভেবে, কুদে পরি ৷

কোরোনা' কতো- বল-জোর-শক্তি-মান ?
মানুষে-রা তার অধিক- মনে বর্ধ-মান ৷৷
=

ম. প্র. (৩০-০৩-২০২১)
=