=
কোরোনা' এসেও জ্বর সারলো-না!
জ্বরে, আর- জ্বরে'র উপশম হলো-না!
জালিয়াতি, প্রতারণা কোরোনা'র চেয়েও
শক্তিমান, দিকে দিকে তার- যথেচ্ছ প্রমাণ৷
-------
সব অবক্ষয়ে'র মাদার-বোর্ড যখন- হৃদয়-অবক্ষয়?
কোরোনা' কী সা-কি-না-কা; যা করে পরিশোধন-প্রণয়?
-------
কাগজে'র নোট; লোকে যা-রে, টাকা' বলে ডাকে৷
সেই হলো- আদি ভাইরাস সব সৃষ্টি'র হার, যেখানে!
মানুষ- মানুষ ছিলো পুরো কবে, কোন কালে, কোন সমূহে?
=
ম. প্র. (১২-০৭-২০২০)
=