=
সব হালে- ভালো জীবন ৷  
মোটে'র ওপর- ধরে, যে-জন ৷
যখন- বাইরে-টা'র আগমন ৷
তখন- ভেতর-টা'র বহির্গমন ৷  
সুখে'র ঘরে- আলো যেমন ৷
দুঃখে'র ঘরে- মায়া তেমন ৷

ঈদে'র খুশি- সবার স্ফূর্তি ৷
কোরানা' নয়-কো বাধা'র দুর্গতি ৷  
যোগাযোগ যখন- আনন্দ খুঁটি ৷  
মিডিয়া তখন- জবর বুটি ৷

ছড়িয়ে যাও যুগে'র বাহার ৷
বাধা'র বিন্দু সব- জোয়ার ৷
আড়াল হলে- বাঁড়াল হবে ৷
নড়ে গেলে'ই নেচে ওঠবে ৷  
ঈদ আনন্দ- সবার ঘরে ৷
ঘরোয়া হলে'ই এবার- সুখ্য হবে ৷৷
=

ম. প্র. (০৭-০৫-২০২১)
=