=
ব্যক্তি'র পরিচয় হওয়া নায্য- তার কর্ম ।
বিষয়ে'র পরিচয় হওয়া নায্য- তার দাম ।
বিভাগে'র পরিচয় হওয়া নায্য- তার নাম(স্থানীয়) ।
ব্যতিক্রম যা থাকে, থাকুক উদাহরণ দুনিয়া'র নাচন ।
আমরা কুমিল্লা নামে'ই বিভাগ চাই, নাগরিক ভাষণ ।
মোস্তাক নামে'র অ-সম্পর্কিত কারণে'র প্রতিবাদ জানাই ।
লক্ষ-কোটি মানুষে'র বিবেকে'র দাম- এক-টি নামে'র অধিক শুনাই ।
এক-টি নাম রাজনৈতিক, এক-টি বিভাগ সামাজিক ।
তবু কেনো- অধুনা প্রয়াস থাকে, গোষ্ঠী'র পতনে- ব্যক্তিক সারাশিক ?
কুমিল্লা' এক প্রসিদ্ধ আয়তন, সুষমা, উর্বরতা-ভূষিত সমৃদ্ধি'র নাম ।
যার ভূমি-স্বত্ত্বে অন্য সব-নামকরণ-জনিত যোজনা'র নীতি-হার বনাম ।
আমরা কুমিল্লা নামে'ই বিভাগ চাই, সামাজিক ভাষণ ।
কে কার বন্ধু, কে কার শত্রু, এই বিবেচনায়- উত্তম অধমে'র পরিচয়- ভ্রান্ত-শাসন ।
বিভাগ এক-টি সামাজিক প্রকরণে'র নাম, উচিত অনুচিতে'র নেই বালাই ।
আমরা কুমিল্লা নামে'ই বিভাগ চাই, আমাদের আবদার-টা মান্য হওয়া- জরুরি ভাই ।।
=
ম. প্র. (২৪-১০-২০২১)
=