=
কবিতা'র ঘরে, চোর ঢুকেছে ৷
বলে-
কোনো-কিছু ভালো লাগলে,
চুরি করা- উত্তম ৷
আর- কি করা'র থাকে ৷
না পারা যায়-
চুরি'র দায়ে, মামলা করতে ৷
না পারা যায়-
চোর বোলে, অবজ্ঞা করতে ৷
ভালো-লাগা'র চোর বোলে- কথা ৷
পিছু নিলে, বদ হয় ৷
না নিলে, ঠক হয় ৷
বিনিময়'- এর ঘরে, যখন-
ভাষা'র ভাসায় মধু-মাখা ?
তখন- চুপ করে,
টিউবলাইট হয়ে থাকা'ই
ভালো বোধ হয় ৷৷
=
ম. প্র. (০৪-০৪-২০২১)
=