=
আলোকিতে, আলো খুঁজিস- তোরা অন্ধ-জ্ঞানে!
সভ্যতা'র অশোক তলে, ডুবে মরিস- হায়েনা'র ছোবলে!
নিজে-কে, ধরিস- অনন্য৷ পর-কে ভাবিস- অনুচিত নগণ্যে!
পদতলে পড়ে থাকিস- উন্নতে'র, নিজ শির উত্থানে'র কঙ্কণা-শীর্ণে!
পেয়ে যাবি- অনন্তে'র ডাক, এক-দিন তুইও ছিলি- তুচ্ছে'র সরোবরে!
ভেসে যাবে- বুলি, পা-চাটা বুলবুলি'র নরম শীতল- আদিখ্যেতা মনোবরে!
যুক্তি-কে, পরাভুক্ত করে, কু-তৃষ্ণা'র জিঞ্জিরে ঢেকে, রাখিস- ক্ষুধা'র রাজ্যে?
যে ঢালে, ঢলে পড়িস৷ সে ঢালে'র অন্তরায়, গুঁজে রাখিস- আপন ছায়া'র সাজুয্যে!
কী বিষণ অ-সভ্য- তোদের লালায়িত চরণ, অগ্রজে'র গুণ-মুগ্ধতা'র ভাষণ রহস্যে!
এবার তোরা মানুষ হ' চিরো-দিন রয় জীবিত শ্লোকে, তোদের'ই মদন মন্থনে'র জন্যে!!
=
রচনা-সময়- ২৬-০৩-২০১৯
=