=
এই গান বিষয়ক চৈতন্যের পরিক্রমাগুলো
তোমার দারস্তে পাঠালাম।
মূল্যায়নের দরজাতো খুললাম।
সাথে সাথে মন বাহারের তেতুলিয়ায় পৌঁছানোয়
চাবি দিয়ে দিলাম।
খোলা আর না খোলা তোমার মর্জির ফসল।
সেটা আমার ঘটে জমা পড়ুক, আর নাই পড়ুক।
রপ্ততায় গমন অধিনস্ত হয়।
ভালোলাগার ফুলগুলো ক্রমিক সাজে সজ্জিত হয়।
নিঃশ্বাসের অধিগম্য হয় ডুবে ভেসে থাকার প্রগলভ।
তোমার অস্তিত্বে তার বনিবনা যাই হয় হোক।
আমি তার সবিনয়ের পাত্র হয়ে
থাকতে চাই বোলে এই প্রণোদনা।
ভালোলাগার পাঠপাতুরীতে তার নিয়োগ
কবে হয়েছে, তার নিমিত্ত দিয়ে কী হবে?
ভালোবাসি শব্দটি তার উচ্চারণ খোঁজে হার লহমায়।
=
ম. প্র. (০৮-০১-২০২৩)
=