=
মানত্য যার যার- বোধে'র আবহ-বিদ্যা সার৷
বলতে চাই যে, মিডিয়ায়- লাইক'- এর
ব্যবহার'- এর প্রায়োগিক ব্যাপার-টা আমি বুঝি-
বুঝি-না বললে, বুঝে'র না অনাদর হয়, আবার৷
-------
''যতো- লাইক দিবে, ততো- লাইক পাবে''
এখন- তুমি পাদো আর- কাঁদো, অথবা- অযথা'ই কাপড় খোলো৷
কিংবা- পৃথিবী উদ্ধারে, রক্তে'র বন্যায়- জ্বরাতিসারে ভোগো!
-------
আমার এক হচ্ছে, ব্যস্ততা৷ আরেক যা- ন্যস্ততা-
যত্রতত্র আংড়ে-বাংড়ে আঙ্গুল'- এর ছাপ বসাতে, নি-গুড়৷
ফলাফলে, আমার টাইমলাইন মধু-বিমুখ, শূন্য, নি-যোগ!
তবু- প্রেরণা আমার- কারো ঘরে ঢুকে, সোফায় বসতে নয়- বুদ্বুদ৷
-------
বাকী রইলো- বলা সামান্য যা-
ফ্রেন্ড-লিষ্ট আর- ফলোয়ার কিন্তু- আমার এক্কেবারে কম-না৷৷
=
ম. প্র. (১৯-০৭-২০২০)
=