=
যে পথে গেলে, মাল হয়ে পরে- মালি অথর্ব ।
সে পথে হাঁটি-নি, বদলে নিয়েছি- অর্ঘ্য, পথে'র বর্গ ।
কিংবা-
যে হাতে পরশ দিলে, মুঠো ভরে নেয়া যায়- প্রণয়ে'র দামি ।
সে হাতে দেই-নি তুলে- সু-বোধ, স্বয়ংবদ'- এর মমি ।
পাটাতন যাই দাঁড়াক, তবু- আমার অক্ষর-বোনা ভূমি ।
কালে'র আহাট সব- যুগে'ই খনন করে, বিষে'র খনি ।।
=
ম. প্র. (২৫-০৭-২০২১)
=