=
গাভীর হুইসেলে নেই সাড়া মনিবের
কত ক্ষুধা জমা করে ডাকের বর্বর
রাখে না খবর দুধভোক্তা।

মানুষী করে করে মানুষ হই কই?
উন্মুক্ত প্রান্তরে বিবেকহীন রাবনসুর
বেজে উঠে সরব নগ্নসত্তা।

বৃষ্টিদিনে বুলবুলিকে পাওয়া যায় না উদনহরে
কেবল ঘুমরাজ্য শিকল বাঁধে দিনের সারাংশে
যাওয়াটায় সেতু হারায় স্থানীরাজা।
=
ম. প্র. (১৫-০৯-২০২২)
=