=
বিজয়ের হাওয়ায় মন উড়ে ।
দুঃখ-গুলো সব যায় পুড়ে ।
বিজয়ে মরা নদী উতলে উঠে ।
ফুল-গুলো আনন্দে ফুটে উঠে ।
শ্রমিকের শ্রম ঘন্টা নিয়মে এগিয়ে চলে ।
কৃষকের ঘাম স্বস্তির দম টানে ।
রাজনীতির বাতাবরণ নয়া দিক খোঁজে ।
পরিবার-গুলো শান্তির দরজা খোলে ।
বৃক্ষ-গুলো সটান উর্ধ্বে বাওয়া পরাগ মেলে ।
যাত্রী-রা যাত্রা-পথের জটিলতায় নিয়মের পরাণ গাঁথে ।
বৃদ্ধ-রা সকল জগৎ পরিবর্ধন দেখে আপ্লুত হয় ভেবে ।
শিশু-কিশোর-রা সদানন্দে দাবড়ে বেড়ায় প্রকৃতির কোলে ।।
=
ম. প্র. (২০-১১-২০২১)
=