=
বিজয়' তুমি'ই-তো দিয়েছো- স্বাধীনতা আমারে ৷
কিন্তু- দিয়েছো কী পুরো, সার্বভৌম সবারে ?

মানি-না, মানবো-না তবু- হৃদয়ে'র রপ্ত হয়-না, কখনো ৷
লুঙ্গি উল্টে নিয়ে, জ্বীন তাড়ানোও আমার কাজ নয়-গো ৷

ভালোবাসি- এ দেশে'র মাটি, নদী আর- ভাষা ৷
তিন চক্রে বেধে আশা- জীবনে'র সারা-দিন মজা আর- মজা ৷

মাটি'র গায়ে, পায়ে পায়ে হেঁটে যাই, স্বপ্ন দুয়ারে ৷
পেয়ে যাই সব, পেয়ে হারাই তারও আগে !

নদী'র বুকে, ঢেউ গুনে বেড়ে যাই, আলতো সুখে ৷
কেউ দেখে, কেড়ে নেয় বাক্য ব্যয়ে, সিথান'- এর পূর্বে !

ভাষা আমার মাতৃ-ভাষায়- বুনে যাই, কবিতা'র খাতা ৷
কেউ সু-বোধে পড়ে নেয়, কেউ ধরে নেয়, জীবন কানা !  

ভালোবাসি তবু- সব দেনা ৷ গেয়ে যাই, বিজয়'- এর গানা ৷৷
=

ম. প্র. (২৪-১১-২০২০)
=