=
বিদায়ে'র রাত ফুরিয়ে,
হয়-তো সকাল হয়- কতো-কাল৷
তবু-
আমেজ হয়-না ক্ষীণ,
আশা'র প্রতি-জনে৷
না আশা'র মানুষ, এসে যায়৷
আশা'র মানুষ, না এসেও
অন্তর ছুঁয়ে রয়!
বিদায়ে'র পর্ব-টা নিতান্ত-
না আশা'র প্রতীকী-তেই, জড়িয়ে থাকে৷
প্রলাপে প্রলোভীত হতে হয়, অনাগ্রহেও৷
কারণ- সম্পর্ক-টা যে- তুচ্ছ হয়,
প্রতি-বারে'র নিয়মিত ছকে'র৷
বাইরে নড়বার সামর্থ্য-
যতো-টুকু ধারণা'র গন্ডি-কে, ছোঁয়৷
তার কিয়দ-টুকুও ব্যবহারে'র সাহসিকতা- হারায়৷
নিত্য নতুন জ্ঞান আর- গুনে'র সমূহ প্রশংসা'র
প্রলেপে, মোমে'র মতো- গলে যায়৷
যতো-দিন ডুব দেয়- সময়ে'র পাতালে,
ততো'ই বিদায়ে'র বিভোরতা-
হৃদয় আকৃষ্টতায় চারুলতা'র বেষ্টনী-তে, আবদ্ধ হয়৷৷
=
রচনা-সময়- ২৩/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=