=
বিচ্ছেদের অনলে পুড়ে, ছারখার হবার অফুরন্ত দায়ভারে, কুলকুচা হবার স্বদেশী মনোভাব, আমার কলকব্জায় নেই। আমি প্রেমিক, প্রেমসার। ভালোবাসাই আমার চূড়ান্ত ধর্ম। প্রেমের সারাঙ্গে ভ্রমরিক গুঞ্জন ছড়িয়ে দেয়া, আমার নিকোটিন অধিভুক্ত। ভালোবাসার রঙ মহলে, কে কোন ধাতুমিশ্রিত পরশমাল্য ছড়ায়, আমার জানার অমাল্য। কিন্তু আমি যে প্রেমের পরাসমানে, উজ্জীবনের ঢেউ তুলতে জানি, সে জানে পৃথিবীর সমাবর্তনে শুধুই একজনে। জেনে নিও, সে তোমার অতীব সন্নিকটে।
আজকের অবলেখ্য শরীরাশ্রীত আলোটুকুও নিলাম সানন্দে, হৃদয় উর্বশে। গতোকাল হতে যেটুকু আলোর খামতি, তা ভরিয়ে দিয়েছো অন্য নিদেন আচরণে। সিঁড়ি বেয়ে দেখিয়েছো আকাশের নির্লোভ উদারতা। চুলের ঝরাপাতায় লিখেছো চিরুনি বাণী। ঝরে পরার গল্পে শুনিয়েছো বিবর্তনের অমোঘ রীতি।
হালকা হতে গেলে, মানুষ হালকা হয়ে যায় না। ওজনের ভবিতব্য হয়তো কমে। ভালোবাসার চিঠি পড়া হয়ে গেলে যেমন শব্দগুলো বুকে গেঁথে যায় অবলীলায়। তেমনি বিচ্ছেদের ছিটেফোঁটা রঙবৈতালী কী পারে, মানুষকে ভালোবাসার অমরাকর্ষণ হতে নির্লীপ্ত করতে? ভালোবাসা চরম শাশ্বত জীবনাভিধান। ডুবে ডুবে জল খাওয়া যার নাম।
=
ম. প্র. (২০-১১-২০২২)
=