=
রক্তিমতার কাছে মন নেই,
পাশা খেলতে জানে না বোলে!
অন্ধকারের ডুব সাতারুকে কিছুই বলার নেই
ভাবে ছায়ার পেছনে ছায়া জন্ম দিয়ে লাভ কী?
মরিচিকা ভরা দখল রাজত্বে
কে শান্তির নিদ কুড়িয়েছে?
রাতের আকাশ ভরা বীরোত্তম প্রজাপতির ডানা লুপ্ত এখন।
ঘুম ভেঙ্গে গেলে
সব প্রাচীন মরুভূমির দিকপাল
না প্রেমে বশে, না সর্বোত্তম যোশে!
জলের হাত ছিটানো হতে
তবু রূপ নেয় আদিম শেকড়ে।
রত্ন জালে বহর তুলে আনে
জীবন আর তার ছায়াচিত্রে।
নেশাগ্রস্ত ফুৎকার থাকে না সততার মিলটন সিরিজে
আমাদের পৃথিবী আজকের নয়, বহুকাল আগের।
মানুষ তার প্রতিবিম্ব বুনে সোশ্যাল ওয়েব সার্কাসে!
=
ম. প্র. (০১-০৮-২০২২)
=