=
জন্ম-তে অনুজ, দৃশ্যতঃ অগ্র-গণ্য ৷
যে কোনো- ভূল, ভূল বোলে'ই অ-খণ্ডিত ৷

রেহাই পেতে, ঐ হেতু-তে মানুষ প্রবাদ বানায়-
"মানুষ মাত্রই ভূল হয়" ৷  

এতে জ্বর'- এর সাময়িক বিদায়-তো হয় ৷
কিন্তু- প্রকোপ শেকড় কামড়ে, বসে যায় ৷

নিরীক্ষা আর- নিকংসার নিবেদন থাকে-না,
জীবনে'র সাদা পৃষ্ঠা- জুড়ে ৷  

থিত আর- অ-থিতে'র যৌথ-তায় মিলে, রস-বন্ধনা ৷৷
=

ম. প্র. (০৫-০৮-২০১৬)
=