=
কোনো ঘটনা-কে,
আটকে রাখতে, যাবেন-না ৷
ছেড়ে দিন,
হতে দিন,
চলতে দিন-
ঠোকর না দিয়ে ৷
দেখবেন-
কিছু পরে'ই তা-
ইতিহাসে'র পাতায়-
নিবন্ধ খুলছে,
গল্প লিখছে,
কবিতা'র রং ছড়িয়ে দিচ্ছে,
আর- দিক বর্গীয় হচ্ছে,
আরেক-টি ইতিহাসে'র জন্য,
ভূগোল তৈরী করতে ৷৷
=
ম. প্র. (০২-০৮-২০২০)
=