=
ইতিহাসে'র বুট-তলায়
পিষে রাখা'র নিয়ম ।
আদি হতে, অন্ত-
যন্ত্র-কালে'র নির্বংশ বর্ধান-বলা ।
মিথ্যে মরণ-কামড় এখন-
বট-তলায় শুয়ে নিদ্রা-পক্ষ ।
নতুন শিল্প-বিপ্লবে'র প্রাক-কালে,
সমবেত খলিফা ।
ভৃত্য'
অভিধানে'র চিরো-তরে
ভেনিস শব্দ-চোট ।
মানুষ এখন শুধু- মানুষ,
আর- কিছু নয় ।
আমলে'র দৌরাত্ম্যে
পঁচে যাওয়ায়- বিরাম ।
অধিকার'
সোনায় মোড়ানো- উড়ান-তলা ।
বিধি'র পায়ে মাটি পোতা'র
আতঙ্ক পোড়া- গবেষক ।
ভাষণে'র বাধ-ভাঙা জোয়ারে,
মানুষে'র প্রেম বহল্লা-
তাবৎ প্রবর্তক ভিলা ।
সংগ্রাম সময়ে'র মারে-
বীর তকমা পরিধানে,
ছিলো- অক্ষম ।
ভাবানুবাদ-
সোনালী সময় পার হয়ে,
এখন- তামাটে পরিধান ।
মানুষে'র স্বরে মানুষ-
পূর্ণ তালিকা-পৃষ্ঠে,
কেবল- ভালোবাসা ।
আইনে'র আখলাকে,
আমাদের অনুরণন-
ফারাক কাটে, দুনিয়া ।।
=
ম. প্র. (০৬-০৯-২০২১)
=