=
এ এক অনন্য- অ-কৃত্রিম ভালোবাসা
প্রকাশে'র নাম- ভাইফোঁটা ।
ভারতবর্ষ তার- অবদান,
ছড়িয়ে পড়া- পৃথিবী'র অলংকরণ ।
সুভদ্রা'র বাম হাতে'র কনিষ্ঠা'র তিলক
শ্রীকৃষ্ণে'র ললাট ।
যমুনা'র বাম হাতে'র কনিষ্ঠা'র তিলক
যমরাজে'র কপাল ।
মঙ্গল প্রদীপে'র ভাবানুবাদে'র
সমুচ্ছ আরতি'র সু-ফল ।
আনুষ্ঠানিক-তা'র চেহারায়-
সব সাধু-ময়-তা'র সমাবর্তন ।
কাল তার- পরিক্রমা,
পালন মানুষে'র চিরায়ত অভিযোজনা ।
ভাইয়ে'র বিজয়ে- বোন বিজয়ী ।
ভাইয়ে'র পতনে- বোনে'র পতন ।
এই-তো সম্পর্কে'র অনুরণন ।
যুগে'র কাছে যুগে'র আলাপন ।
ভাইয়ে'র দুঃখে- বোনে'র আহাজারি ।
বোনে'র সুখে- ভাইয়ে'র বিনোদাহারী ।
সংস্কৃতি'র এক-ভার এই ভারে-তে ।
ভাই-টা আমার মঙ্গলে'র ভরপুর
রাঘব হোক- বোনে'র আচারক ।
বোন-টা আমার সংসার দূর্মাল্য
সোহাগী হোক- ভাইয়ে'র আহ্বায়ক ।।
=
ম. প্র. (০৩-১১-২০২১)
=