=
শরৎ'- এর বুকে কাশ ।
এ বুকে তোমার রুহ-হ্রাস ।
যুগে'র বুকে কতো-ফাঁস ?

এলি ঝুলে, চলে গেলে- প্রিয় ।

অপেক্ষা-কে করেছিলে প্রলম্বিত !
ভেবেছিলাম, আমি'ই তোমার ব্রত ।
যখন দেখি- শরৎ আগত আগত ।।
=
ম. প্র. (১১-০৯-২০২১)
=