=
বাদ দিলাম-
লাল-রক্তে'র ইতিহাস ৷
তবু-ও কী- মানুষ' ইতিহাস চিনেছে ?  

পেটে ভাত রেখেও ক্ষুধার্ত যে বা- যারা ৷
বিশ-ত্রিশ টাকা'র জন্যে, যে- মানুষ ঠকায় ৷
অল্প-বয়সে যে- নজর-সীমা হারায় ৷
তার বা- তাদের ভবিষ্যত্‌ কী- হবে ?

আবার যুদ্ধ হলে, ওরাও কী- যোদ্ধা হবে ?
মনে-তো হয়-না, বিস্তীর্ণ সবুজে'র মায়া চিনে ওঠবে, ওরা !

এই ক্যাডবেরি যুগে, ওরা কী- ঠিক কষ্ট বইতে, শিখবে ??
=

ম. প্র. (০৬-০৩-২০২১)
=