=
চলমান সময়ের কোনো প্রভূ নেই, আশ্রয় নেই
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণেও নেই কোথাও!
হয়ত ভগবানেরও বিশ্রামের প্রয়োজন হয়। নতুবা
ভগবানেরও উদাসীন শব্দের ভাবানুবাদে
ফোড়ন দিতে সময় ব্যয় করতে হয়।
বিনোদনের পিঠে চড়ে বসেছে অবগাহনের বাতহীন ঘোড়া।
চড়েই যায়। আলোর সীমানাগুলো ক্রমশঃ রশ্মিঘন জায়গা হারায়।
হারতেই যায়। সমুদ্রের দিকবর্গ বয়ে যাওয়ার মোড় খুঁজে বেড়ায়
জল শোষণের বদাচ্ছন্নতায়।
কী হবে প্রেমের ভরাডুবির কালে প্রেমবগিতে চড়ে?
প্রেমিক হওয়ার চেয়ে এখন বরং নপুংশক হওয়াই ভালো।
একাকীত্বের ঘরে আমাদের ফিরোজ খাঁন
যা, যেমন হৃদয়পোষণের বৃত্তই গড়ে থাকুক না কেনো,
নিধর্ণায় উনি ভালোই থাকছেন বোধ হয়। পাখির গর্ভ হতে
শিশুর যিশু নয়, হায়রে প্লাস্টিকের সংসার জন্মায়।
বিয়ে যার চার, সে চলে করতে পাঁচ। মিলেও যায়!
আর যার নেই এক, সে অনন্ত লগ্নগ্রীবায় পড়ে রয় সিঙ্গেল!
ভুবনপদ্য বানায় যায় যাক সব রাতের গভীরে কিছু সময় আপন হয়।
=
ম. প্র. (১০-০৭-২০২২)
=