=
নবো-বর্ষে'র রাত-টা
পুরো হোক- ছন্দে, রঙ্গে ৷
কতো বছর হয়- মনে নেই,
ফুঁ দেয়া হয়-নি, জীবনে ৷

"রাত যায়, বাত যায়"
ঐ শ্লোকে, ফুটো হয়- উড়ানি ৷
পতাকা'র ঘামে, কে দেখে-
জল আর- নলে'র শিরানি ?

ভালোবাসা'র চৌমোহনী আতরে,
বর্ষ-গণনা শুধু- নিয়মী ৷৷
=

ম. প্র. (১২-০৪-২০২১)
=