=
একে ছুট ৷
দুয়ে রুড ৷

ত্যাগে সোয়াগ হয়-না,
দু-গণনা-তে'ই ৷

কিন্তু-
বাজরাঙ্গি ভাইজান'- এ
একে ছুট !

এক, দুই'- এর আধা ৷
আধা আর- শূন্য কী- এক-কথা ?
আধা-তে বর্জ্য আধা ৷

সবাই জানে,
জলে বিষাক্ত-তা যে- কারণে'ই হোক ৷
তা-তে আধা, শূন্য, পূর্ণ-তা'র গণনা হয়-না,
কোনো-ভাবে'ই ৷৷৷
=

ম. প্র. (২৮-০৩-২০২১)
=