=
দুনিয়ার সোরগোল সুমন্তর করে
হাওয়ার শরীরে পড়িয়ে দেয়
বরিষণ, বছরঘূর্ণি বর্ষা তার
একমাত্র লালিত্য নুপুর নিক্কণ।
প্রবর্তীত ঝংকার ব্যতীত
নির্জনতার সাথে মানুষের যুথসন্ধি
মিলন, ঘর খোঁজে তখন সকল প্রাণ
গাঁও নগর বন্দর সব থান।
=
ম. প্র. (১৯-০৬-২০২২)
=