=
সপ্তাহে'র পথ এক-দিন ছোটে,
বর্ধিত আগুন খুঁজতে৷
প্রত্যন্তে এর- দাবদাহ, নগণ্য৷
উত্তাপে'র ধোঁয়া ওড়ে-না, সেমি-পাকা অবধি৷
নেশায় ছুটতে হয়, তাই৷
মাকড়সা, তেলাপোকা আর- টিকটিকি'র অবাধ- বিচরণে,
সেই যাত্রাও হরিণী'র মুখ- লুকায়৷
উৎপাদন কেন্দ্র হতে, ছড়িয়ে পরা- বিভক্তি,
পৌঁছে যায়- তিমি'র গতি-তে, স্পটে৷
কিছু-টা জন্ম-দাহ-গত আর- কিছু স্পর্শ-কাতরতা-
বোবা বানিয়ে রাখে, আগুন উদ্বাস্তু-কে৷
নিড়ানি খাটা-তে, বিভোর হয়-
খড়খড়ে চোখ, মুখ না খুলে'ই৷
সন্তু লারমা' সে জন্যে'ই নির্জীব৷
হঠাৎ-
পরিত্যক্ত বীজ হতে, ভাষা'র উৎপত্তি৷
সম্বোধন ফুলকি ছড়াবার- চূড়ান্ত সীমা আশ্রিত৷  
এ'ই না হলে, কী- আগুন সবার প্রিয়?
সময়ে'র সব বারান্দা-কে'ই, স্পর্শ করেছিল-
সে-দিন আগুনে'র ঝলক৷
তবু- এ-টা ধারা অব্যাহত রবে-না৷
কারণ-
ঋত-গত ভাব-মূর্তিও-তো থাকে৷
যেহেতু-
ধারা-বহ সময়ে'র নয়, বৈচিত্র্যে'র৷৷
=

রচনা-সময়- ০৭/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=