=
বিদ্রোহী হোস, হলে ৷
যদি- প্রয়োজন পরে ৷
টালে শহীদ হলে, হবি ৷
তবুও-তো এক ওয়াক্তে'র
পূণ্য কামাবি- এক গোত্রে, এক মন্ত্রে ৷
কিন্তু-
বর্বর হোস-না, কখনো'ই ৷
তার ইতিহাস- ঘৃণা'র কালি দিয়ে,
অক্ষর বানায়- দুনিয়া পৃষ্ঠে ৷
হলে, হবি- বর ৷
না হলে, হবি- খড় ৷
বর হলে, পাবি- সুখ ৷
খড় হলে, দিবি- সুখ ৷
বর্বর হোস-না, কখনো'ই ৷
হলে, পাবি-না সুখ, দিবিও-না সুখ ৷৷
=
ম. প্র. (২৭-০২-২০২১)
=