=
যা- রয়েছে,
তাই দিয়ে পূর্ণতায়-
ঘর সাজানো ৷
খরচ'- এর রৌদ্র, বৃষ্টি
যা'ই থাকুক-না, কেনো ৷
ইচ্ছা থাকলে, যে- উপায় খোলে,
এ কথা- সত্য ৷
ভালোবাসা'র নির্মাণে,
চোট, খোট নম্র- অ-গ্রাহ্য ৷
কেবল-
বোধে'র গরিমা-
ঢেলে দিতে হয়- ব্যপ্তান্ত ৷৷
=
ম. প্র. (০৭-০৪-২০২১)
=