=
মৈত্রীর ঘরে ক্ষুধার নিবাস আদ‍‍্যপান্ত শূন‍‍্য
বন্ধুত্বের সোপান আজ একান্ন বছরের পৌঢ়
সীমান্ত বুঝে না কখনো হাওয়ার দৌরাত্ম‍্য
বাংলাদেশ ভারতের মৈত্রী ভুবন সারাংশ ব‍্যাপ্তি
মূল তার ভিত্তি ভাই ভাই সমসংস্কৃতি তার বর্ধি।

ওপারের কন্ঠস্বর এপারেও গুঁজেছিলো একদিন
ভাগাভাগির কলে ভাসান্তর হয়েছিলো ভাগ‍্যস্কিম
সম্পর্কটা বাঘ হরিণের মাংশাসী নয় বোলে জ‍্যান্ত
নিরামিষের থানে জড়িয়ে আছে ভালোবাসা অফুরন্ত।

একাত্তরের কাল রাতে সাহচর্যের হাত ছিলো বিন‍‍্যস্ত
ধারাবাহিক তার সংকল্প প্রশস্ততা তার বীরবল স্বীকার্য
আধ ঘন্টার ভৌগলিক ব‍্যবধান মাত্র দুভূখণ্ডের মানচিত্র
বন্ধুত্বের বিতর্কিত ফাঁদ বয়কটে মিশে থাকে শান্তিতে সীমান্ত।
=
ম. প্র. (০৬-০৫-২০২২)
=