=
কাল ব্যাঙে'র বাড়ী স্থানান্তরিত হলো, কিংবা- বিয়ে হলো৷
এ ঘটনা- বৈচিত্র্য-ময় কিছু নয়৷
এক গর্ত হতে, অন্য গর্তে৷
পরিবর্তন, পরিবর্ধন এর মানদণ্ড শঙ্কাকুল৷
নিয়তি তার- অপেক্ষা রাখে-না৷
সীমাবদ্ধতা, শিরোধার্যতা অংক কষে, দিন-রাত৷
অর্জিত শ্লোগান গর্ত সমাজে অর্জনে'র খোঁজে মরে-না৷
কেবল- দানা-পানি'র ভাও ধরে চলে,
খিটিমিটি রুতবা-তো থাকে৷
উড়টপ্পা সব ব্যাঙে'রই সামান্য চরিত্র৷
বোঝে-না, শুধু- গর্ত বা- গুহা'রও উপভোগ-ভাগে'র আয়ত্বে,
সতন্ত্র নিবিষ্টতা থাকে৷
গর্ত চেনা খুব কম ব্যাঙে'রই ভাগ্যে জোটে৷
কারণ- হারলাম কি জিতলাম এই দ্বিপদী নৃত্যে,
ওদের চিন্তানুভূতি জন্ম কঠোরতা-
গর্তে'র চুঙ্গায় মজে থাকে, সারাক্ষণ৷
চুঙ্গা'র বেদ-বৈশিষ্ট্য অ-দৃশ্য মাত্রা-বিচ্যুত৷
তাই গোলাপে'র সান্নিধ্য-কে, অ-প্রাপ্য সহি ধরে শেষে-
সেধরা-ফুলে, আত্ম-সমর্পণ করে৷
কিন্তু- নিদ্রা ভাঙ্গে গোলাপে'র পরাগে চোখ ডুবিয়ে,
সম্বোধন-টা আগে'র গর্তে এলে, একই রবে৷
ব্যতিক্রমে উৎকিরণ বাড়বে৷
কারণ- কালে'র মায়া'র অ-স্থায়ী গর্ত খোঁজা'র ঢেউ
এখন- পূর্বে'র সব রেকর্ড ছাড়িয়ে৷৷
=
রচনা-সময়- ১০ই ডিসেম্বর ২০১২
=
মার্জিত রূপঃ সংস্করণে৷
=