=
আমার গ্রামের জমিন শুকনো
বন্যার করাল নাই
একটু আধটু ভিজে থাকেতো
বৃষ্টি ঝরা ননাই।

বন্যার ছবি ভেসে থাকে
মিলছুট টিভির পর্দায়
অসহায়ের পীড়িত দেখে
মনটা খসে হালকায়।

প্রকৃতির দান বিধির বাম
কী করণীয় মানুষের হাতে?
নিঃস্বজনে দয়ার হাত অবিরাম
পূণ্য জমায় হৃদয়ের হাসরে।
=
ম. প্র. (২২-০৫-২০২২)
=