=
দূর-কে দূর হতে, দিই-না সরে৷
যদি- কাছে'রই না থাকি, পরে৷
সুরে'র মূর্ছনায়, যে- থাকে মিশে?
সে থাকে হৃদয়ে'র চারপাশে, অন্তপুরে!
ভালোবাসা'র রাত বাড়ে, বাড়ুক৷
সে যেনো- ভূলে নাই আমায়, বলুক৷৷
=

রচনা-সময়- ২৭-০৪-২০১৯
=