=
বৈশাখে এসো পূণরায় নবরূপে
ভালোবাসার রাত্রির ক্ষয়ে
মানবিক সূত্রগুলো পড়বো
সুখ, অসুখের
আনন্দ, বিরহের গণিত গড়বো।

আগত চেরাপুঞ্জিতে নবজন্মের
ফিরে পাওয়া রঙতুলির ক্যানভাসে
অতিমারী বিরতির প্রস্রবণে
বছরগোনা তৃষ্ণার দাবি মেটাবো।
=
ম. প্র. (১০-০৪-২০২২)
=