=
ফ্রেন্ড-লিস্টে রয়েছেন বোলে'ই জানা ৷
আজ দেখি- আন-ফ্রেন্ড লিস্টে, তিনি ৷

কি কারণে পল্টি মেরেছেন, তিনি'ই জানেন !

রাগ'- এর ঝাড়ন-
ভালোবাসা'র মহিমা-কে
খাট-বিন্দু করে দেয়- কী ?

এমন-তো হওয়া'র কথা- নয়,  
কবি-হৃদয় যার বাহন'- এর আহ্বান ৷

কোন দিকে নড়ে গেছে, হাওয়া'র টানে,
আকাশ থেকে নেমে আসা- ভূমি'র পরি-ভাষা ?

কখনো কখনো- নড়ে যাওয়াও
জুড়ে থাকা'র চেয়ে, বাড়তি পরোয়া ৷৷
=

ম. প্র. (০৬-০৪-২০২১)
=