=
আপনে'র আপন ৷
স্থান- মান ৷
বাইরে গেলে, সম্বল ৷
ফেরত এলে, অনুভব অম্বল ৷
শুধু'ই ভাবি- ভালো-লাগা, ভালোবাসা ৷
মন ভরে তার- উত্তরোত্তর বৃদ্ধি সঞ্চালন পাশা ৷
প্রথম, শেষ ঠিকানা- ঐ ৷
জীবন তারে সঁপে, সপ্নে'র সাথে- শুই ৷৷
=
ম. প্র. (১৭-০৬-২০২১)
=