=
এক অ-পরিমেয় সুখ, আজ- বুকে'র ঠিকানায়৷
বহু-দিনে'র কর্জ ছিলো, যা- প্রত্যাশা'র বারান্দায়৷
স্বপ্নে'র বাহারি রং-য়ে সাজে, ভাবনা'র প্রতিপাশ৷
অতীতে'র সব- বেহর্দ মুছে গেছে, এক মুহূর্তে'র শ্বাস৷
কী আনন্দ-আহার- এই মিলনে'র স্বাগতম তোহার!
এক-টা সুপ্ত জট খুলে গেছে, আজ- মনে'র আরশ হতে৷
কী সৌরভ অপূর্ব জুড়ে গেছে, যেনো- সমস্ত সময়-বাহারে৷
অথচ- প্রকাশে'র কোনো জরায়ু নেই, সেই আনন্দ-আর্বারে৷৷
=
রচনা-সময়- 16-03-2019
=