=
অনুপমা'র রশ্মী ধরে- এগিয়ে যাওয়া
রাত্রি আর- জাগরণে'র এক বাস্তবিক শহর
মানুষ আর- মানবিক এক প্রহরে'র নাম ।

চাঁদে'র আলো প্রতিভা ভরে- এগোয় মন
দিনে'র বাতুল সয়ে- রাত্রি'র আগমন ঢের
সুরাসুর সব ঘ্রাণে, বুকে লয়ে- চাঁদে'র ভ্রমণ
কি অনুপমা গগণ লগন মুচড়ে পড়ে- প্রণয় ।

স্বপ্নে'র ঠিকানায় পৌঁছে দেয়- রশ্মী-স্বর
নতুন বাসনায় জিইয়ে রয়- আগামী'র শান
মধুমিতা এসে, বসে- হৃদয় গাঙেও গহ্বর ।

জোনাকি-রা চিনে রাখে- পূর্ণিমা'র আহ্বান
সেই থেকে বলি হয়- প্রেমে'র সুরত প্রমাণ
সারা-রাত মজে রয়- সুধা-জলে আলোকিত শহর ।

অনুপমা ঘরে ফেরে- চাঁদে'র ঐশী-নামা ভোর
পূণরায়ে'র পথে- প্রণোদনা'র আরতি সাজানো রাত
বৃক্ষরাজি'র আল্পনায়- নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, অনুপমা ।।
=
ম. প্র. (১৭-১১-২০২১)
=