=
তোমার ভেতরে-
জোঁক হয়ে, প্রবেশে'র-
দরকার নেই, আমার-
মনরব হতে ৷
---
আমার- ভালোবাসা'র স্পর্ধা,
তোমাকে ভালোবাসতে,
বাধ্য- করবে'ই করবে ৷
---
যতো'ই তুমি করো-
তাল-বাহানা, প্রেমে'র নামে ৷
---
যেহেতু, আমার- বিচরণ, পরাগায়ন-
তুমি হতে, তোমার- সর্বত্রে ৷৷
=

রচনা-সময়- ২২-০২-২০১৯
=