=
মশাই কবি !
ধর্ম চেনে-না !
জানে-না,
কারো প্রশংসা করা- যায়েজ,
বদনাম না ৷
নিজে'র প্রতি গুরুর- অনেক ৷
অন্যে-রে ভাবে, কানা !
প্রতি-হিংসা করে, তারে ৷
নিজে'র ওপর ভারী, যে !
সবাই জানলেও কবি- জানে-না !
নিজে'র রচনায়- অমৃত দেখে !
পরে'র-টা-তে, দেখে- যাতনা !
কবি তুমি, তুমি কী- কবি ?
কবি-রা এমন-তরো হয়-না !!
=

রচনা-সময়- ১৮-০২-২০১৯
=