=
সব কিছু- মৃত্যু'র অন্তর- শুয়ে যায় ৷
মাটির সাথে, সয়ম্ভর- মিশে যায় ৷
কিন্তু- বৃক্ষ মরে গেলেও দাঁড়িয়ে থাকে, ঠাঁই !
আহা- কি শক্তি, তার- ভেতরে জমায়, ননাই !
দম ছাড়ে, ছাড়ে-না তবু- শেকড়ে'র কামড়াই !!
=

রচনা-সময়- ১৫-০২-২০১৯
=