=
ভালোবাসা দিবসে, ভালো থাকো- তোমরা, আর- তুমি ৷ '
ঐ নিয়ে, আমার অণু কবিতা'র হোক, ভালো- পাঠক-মন-ভূমি ৷
ছড়িয়ে পড়ুক, ভালোবাসা রেণু- সব-জনে, সব-মনে'র অন্তর্যামী ৷
আমি-তুমি, আমরা-তোমরা, যেনো- বাদ না পড়ি, তার- প্রয়াস-কামী ৷৷
=
রচনা-সময়- ১৪-০২-২০১৯
=