=
ফিরলে-তো শেষে, অ-হেতুক রাগ সামলে !
অথচ- তোমার ফেরাতে'ই, আমার রাগ জন্মালে ৷
এখন কী করবে- তুমি, আর- কী করবো- আমি ?
প্রেমে'র সুতোয়, যে- এখনও গিঁট দেয়া হয়-নি !!
=

রচনা-সময়- ১২-০২-২০১৯
=