=
এখন- ভালোবাসা-টা
এক-চুমুক চায়ে'র মতো ।
যতোক্ষণ মুখে'র মধ্যে তার- বিচরণ,
ঠিক ততোক্ষণ'ই নাম তার- ভালোবাসা ।
গিলে ফেলা'র আগ মুহূর্ত অবধি-
তা শুধু- অনুরণন-ব্রত ।
পর মুহূর্ত হতে'ই ভালোবাসা-
বিরহ-বন্ধনা'র লগ্ন কেটে,
অ-চিন পাখি'র খাঁচা ।।
=
ম. প্র. (০৭-০৯-২০২১)
=