=
এক-টা পরিমেয় সুযোগ ছিলো-
তোমার দিক থেকে, গতো-কাল৷
আর- আমার দিক হতে, আজ৷
না, এমন কতো- সুযোগ'ই-তো,
সোহাগ-ব্যতীত পার করেছে, রাত৷
শুধু- তোমার আগমনে'র, অপেক্ষায়৷
আহা-রে!
এক-টা কথনে'র অনুশীলন, তার অন্তরায়!!
=
রচনা-সময়- ০৮-০৪-২০১৯
=