=
অপেক্ষা'র যুগ-টা ভাঙলো ।
বিয়ে'র আসরে, সে- নামলো ।
হৃদয়ে'র জমিনে- অন্য হাল ।
ফিরবে কী- অরুণীতা কাল ?

জানিয়ে দিলো- এই-তো সে-দিন ।
পূবে'র চাষ-টা হবে-না, মলিন !
একা'র আকাশ- হতাশা'র পিশাচ ।
যুগ্ম হতে, মিলবে কী- রিচার্জ ??
=
ম. প্র. (০২-০৯-২০২১)
=