=
রাতে'র মিশ্রণে, দিনে'র অবশেষে-
মধুর রমণে রমণীয় হয়ে ওঠে বেলা ।
কী আছে ?
সন্ধ্যে'র ঘনত্বে-
এতো বিনাহারি ?
ক্রন্দন রেখে যায়, তবু- কেনো মনাহারি ?

সৌন্দর্যে'র রংবাহারে কতো-
ফকির মিশে যায়- অনন্ত গাঙোরে !
কী বৈষয়িক প্রতিভা- ছড়িয়ে রয়েছে,
এ অন্ধ ফলোয়ারে !
মানুষ মানবীয় বোধ, নখ, চুমু মেখে দেয়,
কেনো ছায়া'র বিপরীতে ?
ভালোবাসা'র ঘর পুড়ে,
সময়ে'র নৈতিক অবক্ষয়ে, ফলে যায়- বিবিধ মহামারী !
কিন্তু- এই নিয়ে পৃথিবী'র মায়া তবু-
কঙ্কন বিলিয়ে দেয়- অনাগত প্রেম সুবেহে'র !!
=
ম. প্র. (১২-১০-২০২১)
=